পাকিস্তান সফরে যাওয়া যে চারজন বাদ পড়ছেন জিম্বাবুয়ে সিরিজে

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষণা হওয়া দলে থাকছেন না রাওয়ালপিন্ডি টেস্ট স্কোয়াডের চার সদস্য। এরা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, আল আমিন হোসেন, সৌম্য সরকার ও রুবেল হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে এমনটা জানিয়েছে।
একইসঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরছেন মুশফিকুর রহিম, এমনটাও জানিয়েছে সূত্রটি। ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে যাবেন না বলে আগেই বলেছেন উইকেটরক্ষক মুশফিক। ইনজুরিতেও ভুগছেন তিনি।

বিসিএলের চলমান রাউন্ডে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে মুশফিক ফিরবেন, এমনটা অনুমেয়ই ছিল।
এদিকে মাহমুদউল্লাহকে এই সিরিজে বিশ্রামে রাখার জোরালো সম্ভাবনা বিসিবির। যদিও গুঞ্জন আছে, বিসিবির টেস্ট পরিকল্পনায় নেই অভিজ্ঞ এই অলরাউন্ডার।
এ ছাড়া অফফর্মের কারণে স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন রুবেল হোসেন। আল আমিন হোসেন ইনজুরির কারণে দলে নাও থাকতে পারেন। নিজের বিয়ের কারণে এই সিরিজে থাকছেন না সৌম্য সরকার।
২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট।