বিসিএলে জিম্বাবুয়ে সিরিজের পরীক্ষা দেবেন সাইফউদ্দিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ।||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড দিয়ে মাঠে ফিরছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে এক ইনিংসে ১৬ ওভারের বেশি বোলিং করতে পারবেন না এই অলরাউন্ডার। বিসিএলে নিজেকে ফিট প্রমাণ করলেই জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচিত হবেন তিনি।
গত বছরের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে আছেন সাইফউদ্দিন। কোমরের চোটে চার মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকার কারণে খেলতে পারেননি ভারত এবং পাকিস্তান সিরিজে, মিস করেছেন পুরো বিপিএলও।

কক্সবাজারে অনুষ্ঠিত ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচ দিয়ে উত্তরাঞ্চলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন সাইফউদ্দিন। বোলিংয়ে ধরাবাঁধা নিয়ম থাকলেও লম্বা সময় ব্যাটিং করতে কোনো সমস্যা হবে না বাঁহাতি এই ব্যাটসম্যানের।
প্রধান নির্বাচক মিনাহাজুল আবেদীন নান্নু বলেন, 'সাইফউদ্দিন প্রতি ইনিংসে ১৬ ওভারের বেশি বোলিং করতে পারবে না। তবে লম্বা সময় ব্যাটিং করতে ওর কোনো সমস্যা নেই। বিসিএলে নিজেকে সম্পূর্ণরূপে ফিট প্রমাণ করলেই সাইফউদ্দিনকে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনা করা হবে।'
সাইফউদ্দিনের রিহ্যাব চলাকালীন তাকে নিয়ে কাজ করেছেন হাই পারফরম্যান্স ইউনিটের কোচ চাম্পাকা রামানায়েকে। লঙ্কান এই কোচ বিশ্বাস করেন, মাঠে ফিরে মানিয়ে নিতে কষ্ট হবে না সাইফউদ্দিনের।
চাম্পাকা বলেন, `সাইফউদ্দিন একজন প্রতিভাবান ক্রিকেটার। আমার মনে হয় না মাঠে ফিরে তার মানিয়ে নিতে বেশি কষ্ট হবে। ওকে অনেক কাছ থেকে দেখেছি আমি। খেলা শুরু করলেই ওর পেস আরও বাড়বে। ইয়র্কারও বেশ ভালোভাবেই করছে। আশা করছি সামনে অনেক ভালো করবে সে।'