promotional_ad

ওরা এতো বড় ক্রিকেটার হয়ে যায়নিঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


যুব বিশ্বকাপ জেতা ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কম বয়সে অসাধারণ সাফল্য খুঁজে পাওয়া  ক্রিকেটারদের আগলে রাখতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।


আকবরবাহিনীর বিশ্বকাপ জয় ক্রীড়াঙ্গনে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। এটা স্বীকার করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একইসাথে ক্রিকেটারদের নিয়ম শৃঙ্খলার ব্যাপারে সতর্ক করছেন তিনি।


বুধবার গণমাধ্যমকে পাপন বলেন, 'আগে অনূর্ধ্ব-১৯ যারা খেলেছে আমাদের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে। সবাইকে কিন্তু মানুষ চিনে না। কিন্তু ওদের সবাইকে চিনে। ওদের কিন্তু তারা আইডল বা আইকন হিসেবে মেনে নিবে। 



promotional_ad

কাজেই ওদের সব পদক্ষেপ বা সব কিছু নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাই এমন কিছু করো না যাতে ভুল বার্তা যায়। ওদের এসব আমরা বুঝিয়েছি। ওরা এতো বড় ক্রিকেটার হয়ে যায়নি, তবে ওরা যেটা এনে দিয়েছে সেটা কেউ পারেনি।'


আকবরদের বিভিন্নভাবে সতর্ক করেছে বোর্ড। বুধবার বিকেলে বাংলাদেশ পৌঁছানর আগে দক্ষিণ আফ্রিকায় নিয়ম শৃঙ্খলা ইস্যুতে তাদের সতর্ক করেছে টিম ম্যানেজমেন্ট। 


এই ব্যাপারে বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর বলেন, 'আমরা আফ্রিকায় বিশ্বকাপ জেতার দুইদিন পর্যন্ত উল্লাস করেছি। তো তখন ম্যানেজমেন্ট থেকে স্যাররা আমাদের সতর্ক করেন। তারা বলেন এটা পেশাদার ক্যারিয়ারের মাত্র শুরু, এখনই যেন সব হারিয়ে না বসি। 


ম্যানেজমেন্ট থেকে একটা কথাই ছিল যে আমরা যেন পরের ধাপে আমাদের ক্রিকেটকে নিয়ে যেতে পারি। স্যাররাও এটা বলছিল। সবাই এটাকে অনুপ্রেরণা হিসেবেই নিয়েছে।'



দেশে ফেরার পর পাপনের কাছ থেকে নিয়ম শৃঙ্খলার ব্যাপারে সতর্ক হয়েছেন যুব দলের ক্রিকেটাররা। তৌহিদ হৃদয়-মৃত্যুঞ্জয় চৌধুরীদের আরও দুই বছর আগলে রাখতে চায় বিসিবি।


পাপন বলেন, 'ওদের সাথে আমার অনেক ব্যাপারে কথা হয়েছে। আমাদের তরফ থেকে এই ক্রিকেটারদের, যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছে ওদের আলাদা করে রাখা হয়েছে। আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছু ক্রিকেটারকে আলাদা করে রাখা হয়েছে আগে থেকেই।


এটা চালু রাখতে চাই বলেই অনূর্ধ্ব-২১ নামে একটি ইউনিট খুলে ওদের আরও ভালো পর্যায়ের ট্রেনিং এবং সুযোগ সুবিধা দেয়ার চিন্তা করেছি আমরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball