আকবরদের নিয়েই অনূর্ধ্ব-২১ দল গঠন করছে বিসিবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের নিয়ে অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তরফ থেকে এমনটা নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়েই অনূর্ধ্ব-২১ এর ইউনিট করা হচ্ছে। এই ইউনিটকে বিশেষ ট্রেইনিংয়ের মধ্যে রাখবে বিসিবি। বুধবার দিন মিডিয়াকে এমনটা বলেছেন পাপন।
"আগামি দুই বছর ওদের আমরা বিশেষ ট্রেইনিংয়ের ব্যবস্থা করে দেব। দুই বছর ওরা এক লক্ষ্য টাকা করে বেতন পাবে, যেটা আগে কখনো হয়নি। এবার দিব। দুই বছর পর চুক্তি নবায়ন করা হবে।

যদি দেখি কেউ ভালো করছে না বা বিচ্যুতি ঘটেছে, তাহলে তাকে বাদ দিয়ে দেব। বোর্ড থেকে আমরা এটাই ঠিক করেছি।", বলেছেন পাপন।
বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের দেশে ফেরাকে উৎসবমুখর করে তুলতে আরও বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি।
গত রবিবারের ফাইনালে বোলারদের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ভারতকে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন অভিষেক দাস। দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
জবাবে ওপেন করতে নেমে ৭৯ বলে ৪৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ইমন। শুরুর দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে আবারো মাঠে নামেন তিনি।
ইমন অবশ্য দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। গুরুদায়িত্ব পালন করেছেন অধিনায়ক আকবর আলী। ৭৭ বলে ৪৩* রান করে দলকে শিরোপা জেতান তিনি।