পাক রাষ্ট্রপতির আগ্রহের কেন্দ্রে রুবেল-এবাদতরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে মাঠে নামার আগের দিন রাষ্ট্রপতি আরিফ উর রেহমান আলভির বাসভবনে যান মুমিনুল হকেরা। সেখানে বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের রাষ্ট্রপতি।
মুমিনুলদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পরে বাংলাদেশ ক্রিকেটের ভূয়সী প্রশংসা করেন আলভি। বাংলাদেশের সবচাইতে দ্রুত গতির পেসার সেটাও জানতে চান পাকিস্তান রাষ্ট্রপতি । বাংলাদেশের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, 'ক্রিকেটেরও একজন বড় ভক্ত পাকিস্তানের রাষ্ট্রপতি । তিনি বাংলাদেশ দলের প্রশংসা করেছেন এবং এই দলের খবরও রাখেন। একই সঙ্গে বাংলাদেশ দলের সবচেয়ে দ্রুতগতির পেসার কে এবং তাঁর গতি কতটা সেটা জানতে চান তিনি।'
পাকিস্তান রাষ্ট্রপতির প্রশ্নের জবাবে রুবেল হোসেন এবং এবাদত হোসেনের নাম উল্লেখ করেন রাবিদ। চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও আগ্রহ প্রকাশ করেন আলভি। পাশাপাশি পাকিস্তান সফর করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
এই প্রসঙ্গে রাবিদ ইমামের ভাষ্য, 'কিছু ক্রিকেটারকে তিনি নামে চেনেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ কেমন করছে এই ব্যাপারেও প্রশ্ন করেন তিনি। বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের জন্য অভিনন্দনও জানান রাষ্ট্রপতি ।'