রাওয়ালপিণ্ডিতে সাত এবং নয়ের লড়াই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। শুক্রবার রাওয়ালপিণ্ডিতে আজহার আলীদের মুখোমুখি হচ্ছে মুমিনুল হকরা। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হচ্ছে এই ম্যাচটি।
টেস্ট ফরম্যাটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে পাকিস্তান। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান সাত নম্বরে থাকলেও শক্তিমত্তার বিচারে নিঃসন্দেহে পাকিস্তানকেই ফেভারিটের কাতারে ফেলবেন ক্রিকেট বোদ্ধারা।
তার উপরে সর্বশেষ ৭ টেস্টে জয়ের দেখা পায়নি র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশ। সবমিলিয়ে আত্মবিশ্বাসের দিক থেকেও পিছিয়ে থাকছে তামিম-মুমিনুলরা। যদিও জয় খরা কাটাতে মুখিয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

মুমিনুল বলেন, 'দেখুন এক সময় না এক সময় তো ব্রেকটা ভাঙতেই হবে। ইনশাল্লাহ এই ব্রেকটা ভাঙতে সবাই প্রস্তুত। খুব ভালো প্রস্তুতি নিয়েছে। ওই হিসেবে চিন্তা করলে আমরা আশাবাদী ম্যাচটি নিয়ে।'
শক্তিমত্তায় এগিয়ে থাকলেও অবশ্য বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। তাঁর বিশ্বাস যেকোনো মুহূর্তে কঠিন পরীক্ষায় ফেলতে সক্ষম বাংলাদেশ।
ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। তারা সব হিসাব পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আমাদের। তাদের দলে অনেকেরই ম্যাচ জেতানোর সামর্থ্য আছে।'
উইকেট এবং কন্ডিশনঃ পরিসংখ্যান বলছে রাওয়ালপিণ্ডির উইকেট বরাবরই পেস বান্ধব। শুক্রবারের ম্যাচটিতেও যথারীতি একই ধরণের উইকেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। সেক্ষেত্রে পেসাররা সুবিধা পাবেন বেশি। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাওয়ালপিণ্ডিতে বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার।
একাদশঃ রাওয়ালপিণ্ডির পেস বান্ধব উইকেটের কথা মাথায় রেখে তিন পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে এবাদত হোসেন এবং আবু জায়েদ রাহির সঙ্গে রুবেল হোসেনকে দেখা যেতে পারে একাদশে।
এছাড়া তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে সাইফ হাসানের। আর একাদশে একমাত্র স্পেশালিষ্ট স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, রুবেল হোসেন।