বাংলাদেশকে বাবর আজমের বার্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালটি ক্রিকেটে দারুণভাবে পার করেছেন বাবর আজম। পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান ৬ টেস্টে ৬৮.৪৪ গড়ে ৬১৬ রান সংগ্রহ করেন। যেখানে ৩টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
অসাধারণ এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টেও বজায় রাখতে চান ২৫ বছর বয়সী বাবর। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া টেস্টে নিজের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে আছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাবর আজম বলেন, '২০১৯ সাল আমার ক্যারিয়ারের অসাধারণ সময়, লাল ও সাদা বলের ক্রিকেটে এই সময়ের সাফল্য উপভোগ করেছি। বাংলাদেশের বিপক্ষে তার পুনরাবৃত্তি করতে মুখিয়ে আছি।'
এই রাওয়ালপিণ্ডিতেই শ্রীলঙ্কার বিপক্ষে কিছুদিন আগে সেঞ্চুরি করেন বাবর। মুমিনুলদের মুখোমুখি হওয়ার আগে ১০২ রানের অপরাজিত সেই ইনিংসটির স্মৃতিচারণ করেন তিনি।
বাবর বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে যখন ব্যাট হাতে নামছিলাম, এখানে ব্যাটিং করা উপভোগ করেছি, যেখানে আমি ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় খেলেছি। দর্শকের প্রবল সমর্থন আমার সেরাটা দিতে আরও অনুপ্রাণিত করেছে।'