পাকিস্তান সফরে করোনা ভাইরাস আতঙ্ক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চীনে রীতিমত মহামারি আকার ধারণ করছে করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রুগী পাওয়া গেছে।
ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বাংলাদেশের অধিবাসীরা। ব্যতিক্রম নন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও। পাকিস্তান সফরে যাওয়ার আগে এয়ারপোর্টে বেশ কিছু ক্রিকেটারকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে।

মূলত করোনা ভাইরাস আতঙ্কেই মাস্ক পড়ে প্লেনে উঠেছেন মুমিনুল হকরা। জাতীয় দলের নির্বাচক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
করোনা ভাইরাস প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন বন্দরে জারি করা হয়েছে সতর্ক অবস্থা। এই ভাইরাসে আক্রান্ত কেউ যেন দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে বন্দরে বন্দরে কড়া নজরদারি রাখা হয়েছে।
চীনের পর অন্তত ২০টি দেশে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরই মধ্যে এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪০০তে। তাই বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও রয়েছেন আতঙ্কে।