promotional_ad

ফিটনেস পরীক্ষায় পাস করলেন মুশফিক-ইমরুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


কিছুদিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েস। তবে সুখবর হলো পুনর্বাসন প্রক্রিয়া শেষে সুস্থ হয়ে উঠেছেন তাঁরা।


এরই মধ্যে ফিটনেস পরীক্ষাতেও সফলভাবে উৎরে গেছেন মুশফিক-ইমরুল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।



promotional_ad

মুশফিক এবং ইমরুলের এত দ্রুত সুস্থ হওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন দেবাশীষ নিজেও। তবে শেষ পর্যন্ত সকল আশঙ্কা উড়িয়ে দিয়ে ফিটনেস পরীক্ষায় পাস করেছেন তাঁরা। আর সেই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী টেস্টে খেলতে বাঁধা থাকছে না মুশফিক-ইমরুলের। 


এই প্রসঙ্গে দেবাশীষ বলেন, 'মুশফিক এবং ইমরুল ওদের হ্যামস্ট্রিং এবং কাপ ম্যাসেলের সমস্যা নিয়ে কিছুদিন ইনজুরিতে ছিল। এর মধ্যে ওদের পুনর্বাসন প্রক্রিয়া চলছিল। তবে মুশফিকের ইনজুরি গ্রেড ওয়ান হওয়াতে আমরা আশা করছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ও সুস্থ হয়ে যাবে।'


দেবাশীষ আরো যোগ করেন,  'ইমরুলের ইনজুরিতে আমাদের ধারনা ছিলো আরেকটু বেশি সময় লাগতে পারে, সপ্তাহ খানেক। আজকে ওদের দুজনেরই টেস্ট হলো আমাদের ফিজিও থেরাপিস্ট এবং ট্রেনারদের তত্ত্বাবধানে। খুবই সন্তোষজনক ভাবে ওরা টেস্টে উৎরে গেছে। এবং দুজনকেই আপাতত খেলার জন্য ফিট হিসেবে বিবেচিত করা হচ্ছে।পরবর্তী খেলাগুলোয় ওদের অংশগ্রহণে আর কোনো বাঁধা থাকবে না।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball