promotional_ad

পাকিস্তানের লোকসান ২.২৫ মিলিয়ন ডলার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


বাংলাদেশ সিরিজ আয়োজন করতে গিয়ে বড় অংকের ক্ষতিপূরণ দিতে হয়েছে পাকিস্তানকে। জানা গেছে সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তায় ২.২৫ মিলিয়ন ডলার বা ১৯ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। মঙ্গলবার পাকিস্তানের দৈনিক ডন এই খবর প্রকাশ করেছে। 


পিসিবির মিডিয়া স্বত্ব কিনেছিলে একটি ভারতীয় সংস্থা। তাদের দাবি ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পিসিবির সঙ্গে চুক্তি হয়েছিল। ২০১৫ সালের চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত চুক্তি ছিল তাদের। 



promotional_ad

পিসিবি দাবি করেছে চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুন পর্যন্ত পাকিস্তানের সব খেলা দেখানোর দায়িত্ব নিয়েছিল ভারতীয় সেই সংস্থা। এমন অবস্থায় বোর্ডের মিডিয়া স্বত্ব নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছে ২.২৫ মিলিয়ন ডলার গচ্চা দিতে হয়েছে পিসিবিকে। 


পাকিস্তানের খেলা সম্প্রচার করার সুবাদে ভারতের সেই সংস্থা থেকে থেকে নির্দিষ্ট আয় পেত পিসিবি। সেই হিসেবে চলতি বছরের জুন পর্যন্ত আরও ৬ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল পিসিবির। 


বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজটির প্রচারের স্বত্ব ওই প্রতিষ্ঠানের। সেই হিসেবে পিসিবি তাদের কাছে এই পরিমাণ অর্থ চেয়েছিল। কিন্তু সিরিজটি তিন ভাগে হওয়ার কাওরনে পুরো অর্থ দিতে রাজি হয়নি সে প্রতিষ্ঠান।



তাদের দাবি, সিরিজটি আয়োজন করতে মাত্র ৭ দিন সময় পেয়েছেন তারা। যে কারণে সব ঠিক হয়নি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। এমন অবস্থায় দুই পক্ষের সমঝতায় পিসিবিকে ৩.৭৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে ভারতের সেই সংস্থা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball