২০ উইকেট নেয়ার মতো অভিজ্ঞতা নেই বাংলাদেশের!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের সবগুলো উইকেট নেয়ার মতো অভিজ্ঞতা নেই বাংলাদেশের বোলারদের, এমনটা মনে করছেন অধিনায়ক মুমিনুল হক।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে মুমিনুল বলেন, 'আমাদের যে বোলাররা আছে আমার কাছে মনে হয় যে ওরা খেলতে খেলতে অভ্যস্ত হবে। টেস্ট খেলতে খেলতে শিখে।

আপনি একদিনে, একবছরে কোন ফলাফল পাবেন না। একদিনে বা একবছরে অথবা পাঁচ ছয় মাসে ২০ উইকেট নেওয়ার মত বোলার পাবেন না।'
উদাহরণ হিসেবে ভারতকে বেছে নেন বাংলাদেশের টেস্ট দলপতি। চার-পাঁচ বছর আগেও ঘরের বাইরে টেস্ট সিরিজে খারাপ ফলাফল করতো ভারতের বোলাররা।
কিন্তু লম্বা সময়ের পরিকল্পনা, বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ এবং ঘরোয়া লিগে সেই মানের উইকেট পাওয়াতে রাতারাতি পরিবর্তিত হয়েছে ভারতের বোলিং আক্রমণ। ঘরে এবং ঘরের বাইরে এখন অনায়সে সবগুলো উইকেট আদায় করতে পারে ভারত।
মুমিনুল আরও বলেন, 'যারা ভারতে খেলে এখন তারা টপ বোলার। দেখবেন যে তারা ১৫ বছর বা ১০-১২ বছর ধরে টেস্ট খেলছে। খেলতে খেলতেই শিখে।
আমার কাছে মনে হয় আমাদের যে বোলাররা আছে তারা যদি নিয়মিত টেস্ট খেলে তাহলে এখন যদিও না পায় অবশ্যই এক দুই বছর পর ভালো কিছু করবে। ২০ উইকেট নেওয়ার মত অনেক অভিজ্ঞ হবে।'