বিশ্বকাপের লক্ষ্য জানালেন সালমা

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত দুটি ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি দলর অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন জয়ের লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে তাঁর দল।
চলতি মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে টানা চতুর্থবারের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করবেন সালমা। নিজের চতুর্থ বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

সালমা বলেন, 'আমাদের এবার লক্ষ্য হচ্ছে সামনে যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোয়ালিফাইং খেলতে না হয়। ম্যাক্সিমাম আমাদের দুটি ম্যাচ জিততে হবে, ওই লক্ষ্য নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি। অনেক ভালো লাগছে যে প্রত্যেকটা বিশ্বকাপেই নেতৃত্ব দিচ্ছি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার জন্য। সব মেয়েদের কাছ থেকে যেন ভালোভাবে সেরাটা আদায় করে নেয়া যায়।'
আগামী ২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সালমাদের বিশ্বকাপ মিশন। ২৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন ( অধিনায়ক), রুমানা আহমেদ ( সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা খাতুন, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মোছাম্মদ ঋতু মনি ও সুবহানা মোস্তারি।
স্ট্যান্ড বাই: শায়লা শারমিন, সুরাইয়া আজমিন, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।