promotional_ad

কোচের নির্দেশ মেনেছে তামিমঃ আকরাম

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তেমন আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায়নি তামিম ইকবালকে। ২ ম্যাচে ৫২ গড়ে ১০৪ রান সংগ্রহ করা তামিমের স্ট্রাইক রেট ছিল ১১৯.৫৪। তবে বাংলাদেশের এই ওপেনার সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ওপেনিংয়ে তাঁর ধীর ব্যাটিংয়ের কারণে।


এক্ষেত্রে অবশ্য তামিম পাশে পাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তাঁর মতে কোচ রাসেল ডমিঙ্গোর নির্দেশ মোতাবেক এভাবে ব্যাটিং করেছেন তামিম। 



promotional_ad

আকরাম খান বলেন, 'খেলায় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দল কিভাবে পরিকল্পনা করে। টি-টোয়েন্টিতে যদি একজন ব্যাটসম্যান ৬০ বলে খেলে ৬০-৭০ রানের মতো করে এবং বাকিরা যদি ৮০-৯০ রান করে তাহলে রানটা ১৬০র দিকে চলে আসে। কোচ তামিমকে যেভাবে বলেছে সেভাবেই ব্যাটিং করেছে।'


পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির পেছনে তামিমের ব্যাটিংয়ে কারণ হিসেবে দাঁড়া করাতে চাননা আকরাম। মূলত সিরিজের দুটি ম্যাচে শেষের ৬ ওভার কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ বলে মনে করেন তিনি। 


ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা বলেন, 'সমস্যা হয়েছে শেষের দুটি টি-টোয়েন্টিতে আমরা শেষের ৬ ওভার কাজে লাগাতে পারিনি। সেখানে যদি আমরা রান করতাম আরও ১৫-২০ রান বেশি হতো। আমার কাছে যা মনে হয়েছে পাকিস্তানের বোলাররা শেষের ৬ ওভার খুব ভালো বোলিং করেছে। সেখানে আমরা কিছু করতে পারিনি। ১১-১৪ ওভারে আমাদের ১০-১৫ রান আরও বেশি হতো।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball