promotional_ad

বিদেশি কোচদের ক্ষেত্রে বিসিবির দ্বৈত নীতি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কাজের সুযোগ পেয়েছেন মারিও ভিল্লাভারায়েন। আগামী তিন বছরের জন্য দলটির ট্রেনার হিসেবে কাজ করতে চলেছেন তিনি। তাই তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মারিও অবশ্য আইপিএলে কাজ করার পাশাপাশি বাংলাদেশের ট্রেনার হিসেবেও থাকতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের এই ট্রেনার আইপিএলের পাশাপাশি কাজ করতে চেয়েছিলেন।



promotional_ad

যদিও বিসিবি মারিওর এই প্রস্তাবে সায় দেয়নি। সবকিছু বিবেচনা করেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিবি। এবার আইপিএল চলার সময় বাংলাদেশ ব্যস্ত থাকবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।  সিরিজ চলাকালে এই ট্রেনারকে ছাড়তে নারাজ বিসিবি।


বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, 'মারিওর সঙ্গে আমাদের তিন বছরের চুক্তি আছে এবং তাকে জাতীয় দলের হয়ে ফুল টাইম কাজ করতে হবে। সে আইপিএলে কাজ করতে চায়। কিন্তু আমরা কোনো কোচিং স্টাফকে সিরিজ বা ক্যাম্প চলাকালে আইপিএলে কাজ করার অনুমতি দিচ্ছি না। তাই আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।'


যদিও, জাতীয় দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনিভাস চন্দ্রশেখরনকে সম্প্রতি পে-রোল কাঠামোয় অন্তর্ভুক্ত করার পরও একই অবস্থান অনুসরণ করছে না বিসিবি। আইপিএলের শুরু থেকেই তাকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কাজ করতে দেখা যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেট পর্যবেক্ষক এই বিষয়ে বিসিবির দ্বৈত নীতির সমালোচনা করেছেন।



তিনি বলেছেন, 'বিসিবি আগে শ্রীনিকে আইপিএলে কাজ করার অনুমতি দিয়েছিল। কারণ তিনি চুক্তি অনুযায়ী দিন ভিত্তিক কাজ করেন। কিন্তু সে এখন বোর্ডের চুক্তিবদ্ধ ফুল টাইম কর্মী। কিন্তু তারা তাকে আইপিএলে যোগ দেয়ার অনুমতি দিয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করার। তবে তারা কেন মারিওকে অনুমতি দেয়নি। দুজনই সানরাইজার্স হায়দরাবাদে কাজ করবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball