এখনই নিজেকে ফিনিশার ভাবছেন না সৌম্য

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিনিশার হিসেবে খেলতে হয়েছে সৌম্য সরকারকে। নিজেকে এখনই ফিনিশার ভাবতে নারাজ এই বাঁহাতি ব্যাটসম্যান।
পাকিস্তান সফরে দলের সঙ্গে যাননি মুশফিকুর রহিম। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর চলছে নিষেধাজ্ঞা। এবারের বাংলাদেশ দলে ওপেনারই ছিলেন পাঁচজন!

তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন সৌম্যও। এই সিরিজে মিডল অর্ডার সামলাতে হয়েছে লিটনকে এবং সৌম্য ছিলেন লোয়ার মিডল অর্ডারে।
জাতীয় দলে নিজের নতুন ব্যাটিং পজিশন নিয়ে এখনো কিছুই ভাবেননি সৌম্য। সামনের সিরিজগুলোতে নজর তাঁর। বুধবার সৌম্য বলেন, 'একটি সিরিজই খেললাম তো এখনও সেভাবে চিন্তা করিনি।'
প্রথম টি-টোয়েন্টিতে ছয় নম্বরে নামেন সৌম্য। পাঁচ বলে করেন সাত রান। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত নম্বরে নেমে পাঁচ বলে অপরাজিত পাঁচ রান করেন সৌম্য।
দুইটি ম্যাচই হারে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ায়নি।