promotional_ad

এশিয়া কাপ আয়োজনে জরুরী মিটিং ডেকেছে এসিসিএ

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২০ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। সেখানে এশিয়া কাপ হলে অংশ নেবে না ভারত, আগেই জানিয়েছে তারা। ফলে এশিয়া কাপ আয়োজন নিয়ে বিপাকে পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসিসএ)।


সমস্যা সমাধানের জন্য আগামী ফেব্রুয়ারিতে জরুরী মিটিং ডেকেছে এসিসিএ। এই মিটিংয়ে আয়োজক দেশ নির্বাচন করা হবে। এসিসিএর সূত্রের বরাত দিয়ে এমনই প্রতিবেদন তৈরি করেছে এএনআই নিউজ।



promotional_ad

এসিসিএর সূত্রমতে, 'এই বছরের এশিয়া কাপ আয়োজক দেশ নিয়ে আলোচনা করতে ফেব্রুয়ারির যেকোনো সময় মিটিং করবে এসিসিএ। এবার আয়োজক দেশ পাকিস্তান। এটা তাদের সিদ্ধান্ত এশিয়া কাপ আয়োজন করবে কি করবে না।'


পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত খেলবে না। সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ থেকে ভারত সরে দাঁড়ালে কেমন হবে টুর্নামেন্ট এমন প্রশ্নের জবাবে এসিসিএর মুখপাত্র বলেন, 'এই বিষয় কোনো বক্তব্য দিতে চাই না। এটা ভারত এবং পাকিস্তানের মধ্যকার বিষয়।'


পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপে ভারত অংশ না নিলে ভারতে অনুষ্ঠেয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। দেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি এমনই জানানো হয়েছে।



পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, 'আমরা এশিয়া কাপ দুটি ভেন্যুতে আয়োজন করতে চাচ্ছি। যদি ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, আমরাও সেখানে হতে যাওয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball