'ব্যর্থ' নাসিরের জন্য অপেক্ষা করবে পূর্বাঞ্চল

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
৩১ জানুয়ারিতে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলছেন না নাসির হোসেন। বিপ টেস্টে পাশ করতে পারেননি এই অলরাউন্ডার। ফলে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলকে।
বিপ টেস্টে নাসির পেয়েছেন ১০ নম্বর। পাশ নম্বর ছিল ১১। প্রথম রাউন্ডে নাসিরকে না পেলেও পরবর্তীতে রাউন্ড থেকে নাসিরকে পাওয়ার প্রত্যাশা করছেন ইসলামি ব্যাংকের কোচ আব্দুল করিম জুয়েল।

তিনি বলেন, 'আমরা তাঁর জন্য অপেক্ষা করব। সে পরের রাউন্ডে ফিরে আসতে পারে কিনা এই বিষয়ে আমরা দেখব।'
এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গুছিয়ে নেয় টুর্নামেন্টে অংশ নেয়া চার দল বিসিবি দক্ষিণাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল।
নাসিরের সঙ্গে পূর্বাঞ্চলের হয়ে খেলবেন ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল ও রুবেল হোসেনরা।
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল: ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলি চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান-উজ-জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল।