এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচ দেখা যাবে সারা বিশ্বে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে 'মুজিব ১০০ টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ২০২০' আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের এই .টুর্নামেন্টে অংশ নেবে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশ।
আগামী ২১ এবং ২২ মার্চ এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বিশ্ব জুড়ে সম্প্রচারের জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি। একটি বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দরপত্র গ্রহণ করবেন।

সম্প্রচারের জন্য টিভি চ্যানেল বা যেকোনো মার্কেটিং এজেন্সি আবেদন করতে পারবে। সম্প্রচার স্বত্বের জন্য বিসিবির প্রধাণ নির্বাহী বরাবর আবেদনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। অন্তত তিন বছর সম্প্রচারে থাকা যেকোনো টিভি চ্যানেল এজন্য আবেদন করতে পারবে।
মার্কেটিং এজেন্সির জন্য অবশ্যই আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ্য করা হয়েছে। ইমেইলের মধ্যমেও এই আবেদনের সুযোগ রাখা হয়েছে।
বিসিবি আগেই জনিয়েছিল, তারা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের সিরিজ আয়োজন করতে যাচ্ছে। এবার সেই লক্ষ্যেই বিশ্ব ব্যপি সম্প্রচারের লক্ষ্যে দরপত্র আয়োজন করেছে বিসিবি।