সবার আগে অনুশীলনে উত্তরাঞ্চলের ক্রিকেটাররা

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। ইতোমধ্যেই প্লেয়ার্স ড্রাফট শেষ। দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবার আগে অনুশীলন শুরু করেছে উত্তরাঞ্চলের ক্রিকেটাররা।
মঙ্গলবার দলটির হয়ে অনুশীলন করেন আরিফুল হক, জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়রসহ বেশ কয়েকজন ক্রিকেটার। পাকিস্তান সফর শেষে দেশে ফিরেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন লিটন দাস। সবমিলিয়ে দারুণ ফুরফুরে মেজাজে ছিলেন উত্তরাঞ্চলের ক্রিকেটাররা।

দলটির অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক জুনিয়র বলেন, 'আমি বলব যে লাল বলের ক্রিকেটটা আমরা যদি এখন থেকে ভালোভাবে শুরু করতে পারি এখনো কিন্তু খুব দেরি হয়নি।
আমরা সব প্লেয়াররা যদি খেলি ১২-১৪ টা ম্যাচ যদি প্রতি বছর খেলি তবে অবশ্যই আমাদের লাল বলের খেলাটা ভালো হবে। আর এ বছরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের এ বছর অনেক গুলো টেস্ট ম্যাচ আসছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ হল লাল বল।'
এর আগে সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গুছিয়ে নিয়েছে অংশ নেয়া চার দল বিসিবি দক্ষিণাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল।
বিসিবি উত্তরাঞ্চল: আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।