ইমরুলকে পাকিস্তান সফরে পাওয়া নিয়ে ধোঁয়াশা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে ইমরুল কায়েসকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।
তাঁর ইনজুরির বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তাঁকে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলতে দেখা যাবে।

দলটি ইমরুলকে রিটেইন করেছে। ৩১ জানুয়ারি আসর শুরু হলেও প্রথম ম্যাচে তাঁকে পাচ্ছে না পূর্বাঞ্চল। লাল বলের এই টুর্নামেন্টের দ্বিতীয় অথবা তৃতীয় রাউন্ড থেকে মাঠে নামতে পারেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
দেবাশিষ জানিয়েছেন, ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠছেন। কিন্তু তারা তাঁকে পাকিস্তান সফরের আগে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বিসিএলের প্রথম রাউন্ডে ইমরুলের না খেলার কারণ হিসেবে দেবাশিষ জানিয়েছেন, এখন খেলার মধ্যে থাকলে আবারও ইনজুরিতে প??তে পারেন ইমরুল। এ কারণেই তাঁকে এই পরামর্শ দেয়া হয়েছে।
দেবাশিষ বলেছেন, 'সে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে দ্রুতই সেরে উঠছে। কিন্তু আমরা তাকে বিসিএলের প্রথম রাউন্ডে না খেলার পরামর্শ দিয়েছি। কারণ তাঁর আবারও ইনজুরিতে পড়ার সম্ভাবনা রয়েছে।'