দলে না থাকলেও খুশি ব্রড!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা সফরের জন্য এখনও দল ঘোষণা করেনি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে জো রুটের দল। বিগত অভিজ্ঞতায় আসন্ন এই সিরিজের জন্য স্পিনারদের প্রাধান্য দেবে ইংল্যান্ড। তাই দলের প্রয়োজনে বাদ পড়লেও খুশি ইংলিশ অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড।
২০১৮ সালে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ড। স্পিনারদের দাপটে সিরিজটি জেতে সফরকারীরা। সেই সিরিজে ৪৯ উইকেট নেন ইংলিশ স্পিনাররা। যেখানে মাত্র ৭টি উইকেট নেন পেসাররা।

ইংলিশ অভিজ্ঞ পেসার ব্রড বাস্তবতাকে মেনে নিয়েছেন। গত সফরের অভিজ্ঞতা বলছে, লঙ্কান কন্ডিশনে পেসাররা কার্যকরী নয়। এমন চিন্তা করে শ্রীলঙ্কায় স্পিনারে ঠাসা দল পাঠাতেই পারে ইংল্যান্ড। দলের বাইরে থেকে ম্যাচ জয়ে অবদান রাখতে পারলেও সন্তুষ্ট ব্রড।
ইংল্যান্ডের হয়ে ১৩৭ টেস্ট খেলা ব্রড বলেন, 'শেষবার যে উইকেট (শ্রীলঙ্কায়) বানানো হয়েছিল, পেস বোলিং করা ছিল সময়ের অপচয়। আমার মনে হয় ৮৫ শতাংশ উইকেট স্পিনে পড়েছে। আপনি অবশ্যই এমন সফরে তিন থেকে চার জন স্পিনার নেবেন। আমি জানি না, আমি আছি কিনা। আমি জানি দল নির্বাচনে বৈচিত্র্য দীর্ঘ সময়ের জন্য আমাদের সাহায্য করবে। শ্রীলঙ্কায় গতবার মনোভাব পরিবর্তনের জন্য জিতেছিলাম এবং এটা ভালোভাবে কাজে লেগেছে।'
'আমার পরবর্তী টেস্ট জুনে হলেও আমি পুরোপুরি ঠিক আছি। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে আপনি কন্ডিশন অনুযায়ী দল খেলাবেন। শ্রীলঙ্কার কন্ডিশনে যদি পেস বোলিং ভালো না হয়, স্কোয়াডে না থাকলে আমি খুশি হব। কারণ আপনি ইংল্যান্ডকে জেতার জন্য সর্বোচ্চ সুযোগ দিচ্ছেন। ভালো না লাগলেও আমি মেনে নিব।' যোগ করেন তিনি।
২০১৯ সাল দারুণ কেটেছে ব্রডের। গত বছর ২৩.৯৮ গড়ে ৫০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। যা প্রমাণ দিচ্ছে এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক দেয়া বাকি ৩৩ বছর বয়সী ব্রডের। তিনি প্রত্যাশা করছেন, ২০২১ সালের অ্যাশেজে ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামবেন।
'আমি কি অস্ট্রেলিয়ায় হতে যাওয়া অ্যাশেজ সিরিজে অংশ নেব? অবশ্যই।' সাংবাদিকের প্রশ্নে এভাবেই উত্তর দিলেন ব্রড।