২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব নতুনভাবে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২১ সালে আবারও বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। পরপর দুই বছরে দুটি বিশ্বকাপ হওয়ায় টুর্নামেন্টটির বাছাইপর্ব প্রথাগতভাবে করা কঠিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য। যে কারণে ভারতে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব নতুন আঙ্গিকে করতে যাচ্ছে আইসিসি।
আইসিসির পাঁচটি অঞ্চল আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক এবং ইউরোপে ১১টি আঞ্চলিক বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যেখান থেকে আটটি দল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ধাপে উঠবে।

২০২০ সালের ১ জানুয়ারিতে দেয়া আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জিম্বাবুয়ে, নেপাল, আরব আমিরাত এবং হংকং খেলবে এই ধাপে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষে তলানিতে থাকা চার দলকেও খেলতে হবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের এই বাছাইপর্ব।
বাছাই পর্বের এই টুর্নামেন্টে ১৬ দল অংশ নেবে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে লড়াই করবে দলগুলো। যেখান থেকে চারটি দল খেলবে চূড়ান্ত পর্বে।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ১২ দল সরাসরি জায়গা পাবে ২০২১ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে ২০২১ সালে টি-টোয়েন্ট বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।