promotional_ad

বন্দি অবস্থার ইতিবাচক দিক ব্যাখ্যায় মাহমুদউল্লাহ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তানে বন্দি অবস্থায় থাকতে হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীরা আছেন ক্রিকেটারদের নজরদারিতে। এমন পরিবেশেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


মাঠ থেকে হোটেল আবার হোটেল থেকে মাঠ, এমন করেই সিরিজ শেষ কর‍তে হবে বাংলাদেশ দলকে। মাঠে আসা-যাওয়ার মাঝেও ক্রিকেটারদের সঙ্গে থাকবেন অস্ত্রে সজ্জিত সামরিকবাহিনীর সদস্যরা। এমন পরিবেশে ক্রিকেটে মনোযোগ দেয়া অনেক বেশিই কঠিন।



promotional_ad

অবশ্য এই বন্দিদশার ইতিবাচক দিক তুলে ধরে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, 'এটা এক দিক থেকে ইতিবাচক হতে পারে। কারণ আপনি সতীর্থদের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন। এটা আমার কাছে মনে হয় এক দিক থেকে ইতিবাচকই।'


পাকিস্তান সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর থেকেই নিরাপত্তা শঙ্কার কথা মনের কাছেও আনছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুধুমাত্র খেলা নিয়েই ভাবছেন তাঁরা। কারণ এমন পরিবেশে থাকতে হবে জেনেই পাকিস্তানে এসেছে দল, জানিয়েছেন মাহমুদউল্লাহ। 


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি যেটা প্রথমে বললাম, যখন আমরা বিমানে উঠি, যখন বোর্ড থেকে সিদ্ধান্ত নেয়া হয়; তারপর থেকে আমরা পরিবেশ নিয়ে চিন্তাই করছি না। আমার কাছে মনে হয় এখন ওই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত। দলের প্রতিটা খেলোয়াড় ওইভাবেই চিন্তা ভাবনা করছে। আমরা শুধুমাত্র এখানে ভালো পারফরম্যান্স করার জন্য এসেছি, এবং ভালো খেলার জন্য সবাই মুখিয়ে আছি।'



নিরাপত্তাবলয় দলের ক্রিকেটারদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে, এমনটা জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। তিনি বলেছিলেন, 'অনেক সময় এমন বদ্ধ পরিবেশে একসঙ্গে থাকাটা দলের জন্য ভালো হতে পারে। এটা দলের ফাঁকফোকরগুলোকে ঝালাই করে দিতে পারে। এমন পরিবেশ দলের মধ্যে ঐক্য ও যোগাযোগ বাড়াতে সাহায্য করে।'


শুক্রবার প্রথম টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball