promotional_ad

টপ অর্ডারে খেলতে চান মাহমুদউল্লাহ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টপ অর্ডারে ব্যাটিং করতে চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম যাননি পাকিস্তানে, নিষেধাজ্ঞায় নেই সাকিব আল হাসানও। ব্যাটিং বিভাগে অভিজ্ঞ তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহর কাঁধে স্বাভাবিকভাবেই পড়বে বাড়তি দায়িত্ব।


অভিজ্ঞ দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে পরিবর্তন আসবে দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। পাকিস্তানে গিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন, তিনি টপ অর্ডারে ব্যাটিং করতে পারলে খুশি হবেন। এমনকি এনিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গেও আলোচনা করবেন জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।



promotional_ad

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) লাহোরে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, 'দেখা যাক, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। এটা নিয়ে আমাদের বসতে হবে। যদি আমি টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পাই আমি খুব খুশি হবো। কিন্তু দলের জন্য অবদান রাখাটাই বেশি গুরুত্ব রাখে। আমি মনে করি দলের সবাই এভাবেই ভাবছে।'


টি-টোয়েন্টি ফরম্যাটে টপ অর্ডারে একবারই ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। ২০১২ সালের ডিসেম্বরে সাকিববিহীন দলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ডানহাতি। মিরপুরে ৪৮ বলে ৪ ছক্কা এবং ৩ চারে ৬৪ রান করেন তিনি।


অবশ্য পাকিস্তান সফরে তরুণ আফিফ হোসেনকেই টপ অর্ডারের বিবেচনায় রেখেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে টপ অর্ডারে সফল ছিলেন আফিফ।



যেখানে ১৫ ম্যাচ খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান ১৩১.২০ স্ট্রাইক রেটে ৩৭০ রান করেছেন। এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখরা আছেন পাকিস্তান সফরের স্কোয়াডে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball