বাংলাদেশ দল শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণঃ মালিক

ছবি: ছবি- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান, নবম অবস্থানে বাংলাদেশ। বিশ্বের এক নম্বর দল হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক পাকিস্তান। দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক মনে করছেন, বর্তমান বাংলাদেশ দল যেমন শক্তিশালী তেমনি ভারসাম্যপূর্ণ।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে মাত্র দুটি ম্যাচ জিতেছে তারা। পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান, কিন্তু বাংলাদেশের দুটি জয়ই এসেছে শেষ তিন ম্যাচে।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। ফল আসা শেষ নয় ম্যাচের আটটি টি-টোয়েন্টিতেই হেরেছে দলটি।
তবু দলের প্রতি আস্থা হারাচ্ছেন না মালিক। বাংলাদেশকে হারানোর মতো অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে তাদের দলে। মালিক বলেন, 'বাংলাদেশ এখন শক্তিশালী দল। গত কয়েক বছর হলো তাদের ক্রিকেটীয় কাঠামো শক্তিশালী হয়েছে। খুবই ভারসাম্যপূর্ণ একটি দল আসছে।'
'তবে আমাদের টি-টোয়েন্টি দলও পিছিয়ে নেই, অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই রয়েছে। বাবর আজমকে নিয়ে সারা বিশ্বেই আলোচনা হয়। যখন আমি অন্য দেশের লিগে খেলতে যাই, তারা সবাই প্রশংসা করে তার।' যোগ করেন তিনি।
শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার এবং সোমবার। তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে দিনের আলোয় অনুষ্ঠিত হবে।