ম্যাথুসের ব্যাটে লিডের পথে শ্রীলঙ্কা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হারারে টেস্টে জিম্বাবুয়ের করা ৩৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কুসল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথুসের হাফ সেঞ্চুরিতে স্বস্তিতে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। তাঁদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান।
ম্যাথুস ৯২ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৪২ রান করে অপরাজিত আছেন। তারা এখনও জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে আছে ৬৩ রানে। আগের দিনের ১ উইকেটে ৪৮ রান নিয়ে ব্যাট করতে নেমে লঙ্কানদের ভালো শুরু এনে দেন দিমুথ করুনারত্নে এবং কুসল মেন্ডিস।
উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি লঙ্কান অধিনায়ক করুনারত্নে। ৭৮ বলে ৩৭ রান করে ফেরেন তিনি। আর তাতেই ম্যাথুসের সঙ্গে তাঁর ৬০ রানের জুটি ভাঙে।

এরপর তৃতীয় উইকেটে ৩৭.২ ওভারে ৯২ রানের জুটি গড়েন মেন্ডিস ও ম্যাথুস। মূলত এই জুটির কারণেই লিডের স্বপ্ন দেখতে পারছে লঙ্কানরা। ১৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলে মেন্ডিস আউট হয়েছেন লঙ্কান পেসার ভিক্টর নিয়াউচির শিকার হয়ে।
এরপর চান্দিমাল ১২ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে অভিজ্ঞ ম্যাথুস এবং ধনঞ্জয়া ডি সিলভা প্রতিরোধ গড়েন। ম্যাথুস ২৫৩ বলে ৯২ রান করে অপরাজিত আছেন। ডি সিলভা অপরাজিত আছেন ৭৩ বলে ৪২ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৪৮ ওভারে ৩৫৮ (আরভিন ৮৫, উইলিয়ামস ১৮, সিকান্দার রাজা ৪১, টিরিপানো ৪৪*; এম্বুলদেনিয়া ৫/১১৪)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ১৪/১) ১০৬ ওভারে ২৯৫/৪ (করুনারত্নে ৩৭, মেন্ডিস ৮০, ম্যাথিউস ৯২*, চান্দিমাল ১২, ডি সিলভা ৪২*; নিয়াউচি ২/৩৮, টিরিপানো ১/৫১)