স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুবারা

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রাকিবুল হাসানের হ্যাটট্রিক এবং শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে একশ রানের নিচে গুটিয়ে যায় স্কটল্যান্ড। স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খেলেও মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয় দলকে বড় জয় এনে দেন। এই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
মঙ্গলবার পচেফস্ট্রমে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হারেন আকবর আলী। স্কটল্যান্ড আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৮৯ রানেই অলআউট হয়ে যায়। দুর্দান্ত বোলিং করে ২০ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। যেখানে হ্যাটট্রিকও করেন তিনি।
স্বল্প এই রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ যুব দল। অবশ্য ইনিংসের প্রথমেই ধাক্কা লাগে বাংলাদেশ শিবিরে। প্রথম বলেই ক্যাচ আউট হয়ে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম।

শুরু এই ধাক্কা সামাল দিতে না দিতে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ১০ রান করা শামীম হোসেন এবং পঞ্চম ওভারে ১৫ বলে সমান দুই ছক্কা ও চারে ২৫ রান করা পারভেজ হোসেন ইমন আউট হলে চাপে পড়ে আকবরবাহিনী। বাংলাদেশের তিনটি উইকেটই নিয়েছেন শেন ফিশার কিয়োঘ।
এখান থেকে দলকে উদ্ধার করেন মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয়। দেখেশুনে ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুইজন। ৪৮ বলে ৪ চারে ৩৫ রান করে অপরাজিত ছিলেন জয়। ২৭ বলে ১ চারে ১৭ রানের ইনিংস খেলেছেন হৃদয়।
বাংলাদেশের বোলাররাও শুরু থেকেই স্কটল্যান্ডকে চেপে ধরে। ২১ রানে উপরের চার ব্যাটসম্যানকে দুটি করে উইকেট নিয়ে বিদায় করেন শরিফুল এবং সাকিব। স্কটল্যান্ডের এক প্রান্ত ধরে রাখেন উজাইর শাহ। কিন্তু আরেক প্রান্ত দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ।
ইনিংসের ২৪তম ওভারে এসে স্কটল্যান্ড শিবিরে শেষ ধস নামান রাকিবুল। ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন এই বাঁহাতি স্পিনার। এক প্রান্ত ধরে রাখা উজাইরকে ২৮ রানে আউট করেন শামীম হোসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ৩০.৩ ওভারে ৮৯/১০ (উজাইর ২৮, আঙ্গুস ১১; রাকিবুল ৪/২০, শরিফুল ২/১৩)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ১৬.৪ ওভারে ৯১/৩ (জয় ৩৫*, ইমন ২৫; কিয়োঘ ৩/২৭)।