এগিয়ে থাকল আইরিশরা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যসিটেরিতে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সিরিজের প্রথম ম্যাচটি জেতায় এখনো ১-০ ব্যবধানে এগিয়ে আছে আইরিশরা।
টস হেরে আইরিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড। যদিও এ দিন শুরু থেকেই বৃষ্টি বাধা দেয়। ফলে দুই দলের জন্য খেলার ওভার ২০ থেকে কমিয়ে ১৯ ওভারে আনা হয়।

নির্ধারিত ১৯ ওভারে নয় উইকেটে ১৪৭ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন গ্যারেথ ডিলানি। এ ছাড়া আন্ডি বালবির্নি ৩৬ ও হ্যারি টেক্টর ৩১ রান করেন।
এ দিন মাত্র ২৫ রান খরচায় আয়ারল্যান্ডের চার উইকেট তুলে নেন পোলার্ড। ১৭টি ডট বল দেয়া শেলডন কটরেল নেন ১০ রান খরচায় দুই উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা ক্যারিবিয়ানদের সামনে জয়ের লক্ষ্য ১৯ ওভারে ১৫২ রান (বৃষ্টি আইনে)। কিন্তু বৃষ্টির কারণে ২.১ ওভারের বেশি খেলা হতে পারেনি। এক উইকেট খরচায় ১৬ রান করে মাঠ ছাড়তে হয়ে ক্যারিবীয়দের।
২০ জানুয়ারি বাংলাদেশ সময় দিবারাত্রি চারটায় দুই দল সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।