promotional_ad

ওয়ানডে দলেও ফিরতে চান ভিলিয়ার্স!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবসর ভেঙে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি এই ইচ্ছার কথা জানিয়েছেন প্রোটিয়া সাবেক এই তারকা। শুক্রবার (১৭ জানুয়ারি) নিজের আরেকটি ইচ্ছার কথা জানালেন ভিলিয়ার্স। টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ওয়ানডেও খেলতে চান তিনি। তবে টেস্ট ক্রিকেটে আর ফেরার ইচ্ছা নেই তাঁর।


অবশ্য দলে ফেরার আগে নিজেকে ফিট রাখতে চান ভিলিয়ার্স। সঙ্গে ব্যাট হাতে কিছু রান করার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। বিশ্বকাপের আগে একটি সিরিজ হলে ভিলিয়ার্সকে খেলাতে চেয়েছেন প্রোটিয়াদের বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন বিধ্বংসী ভিলিয়ার্সও।



promotional_ad

চলমান বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ডানহাতি এই ব্যাটসম্যান। শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আলাপকালে নিজের এসব ইচ্ছার কথা জানান ভিলিয়ার্স। 


বিশ্বের অন্যতম সাবেক এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘আমি দলের সঙ্গে যুক্ত হতে চাই। ফিট থাকার পাশাপাশি কিছু রান করতে হবে এবং আশাকরি তারা আমাকে দলে নেবে। ডিসেম্বরে কিছু টেস্ট ম্যাচ দেখে আমার মনে হয়েছিল আমি থাকলে ভালো হতো। কিন্তু এখন আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি বছরের ১১ মাস খেলতে চাই না, এটা আমার জন্য অনেক। ওয়ানডে ক্রিকেটকে পুরোপুরি হিসাবের বাইরে রাখছি না। কিন্তু টেস্ট ম্যাচের কথা বললে, এর আশা প্রায় শেষ।’
 
‘আমি খেলতে চাই, এটায় কখনোই সমস্যা ছিল না। আমি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চাই, আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক সম্মানের। মার্ক বাউচার, গ্রাহাম স্মিথ এবং অন্যান্য অনেকের সঙ্গে কথা হয়েছে। আমাদের মধ্যে কিছু ভালো সিদ্ধান্ত হয়েছে। এখন আমাকে অবশ্যই কিছু রান করতে হবে।’ যোগ করেন ৩৫ বছর বয়সী ভিলিয়ার্স।


২০১৮ সালের ২৩ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভিলিয়ার্স। ইংল্যান্ড বিশ্বকাপে দলে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে সমঝোতা না হওয়ায় খেলা হয়নি তাঁর।
 
১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার ইচ্ছার পূরণের অপেক্ষায় আছেন ভিলিয়ার্স।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball