promotional_ad

টেস্ট স্কোয়াডে ফিরলেন লাকমল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ ফরম্যাটে ফিরছেন সুরঙ্গ লাকমল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার।  


এবার সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার প্রতীক্ষায় রয়েছেন লাকমল। ৫৯টি টেস্ট খেলা লাকমল ফেরায় ১৫ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরেক ডানহাতি পেসার আসিথা ফার্নান্দো। 



promotional_ad

এর আগে সাউথ এশিয়ান গেমসে খেলা এই বোলার পাকিস্তানের বিপক্ষে ডাক পান। যদিও সেই সিরিজে মাঠে নামা হয়নি ২২ বছর বয়সী ফার্নান্দোর। ফলে টেস্টে অভিষেকের প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে তাঁর।  


স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান কুশল পেরেরার। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র ৪৪ রান করেছেন পেরেরা। পাকিস্তান সফরের দলেও কুশলকে স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। এবার আসন্ন টেস্ট সিরিজ থেকেও বাদ পড়লেন তিনি।   


জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ জানুয়ারি প্রথম টেস্টে মাঠে নামবে সফরকারী শ্রীলঙ্কা। এরপর সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৭ জানুয়ারি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। 



শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াডঃ দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওসাডা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদুনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লক্ষ্মণ সান্দাকান ও সুরঙ্গ লাকমল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball