promotional_ad

প্রশাসনিক দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলা কঠিনঃ গাঙ্গুলি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট খেলার চেয়ে প্রশাসনিক দায়িত্ব পালন করা অনেক সহজ বলেই মনে করেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। কারণ খেলার সময় ভুল হলে তা শুধরানোর সুযোগ থাকে না। কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে সেটির সুযোগ থাকে।


সোমবার স্পোর্টসস্টারের এক অনুষ্ঠানে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন গাঙ্গুলি। এর মধ্যে একটি ছিল এটি। গ্লেন ম্যাকগ্রার করা অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলে সেটা আর শুধরে নেয়ার সুযোগ নেই বলে জানান তিনি। 



promotional_ad

গাঙ্গুলি বলেছেন, 'চাপের মধ্যে খেলা কঠিন। কারণ, ব্যাট করার সময় একটাই সুযোগ মেলে। তাই ব্যাপারটা খুব কঠিন। এখন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি যদি কোনও ভুল করি, তবে তা শুধরে নেওয়ার সময় রয়েছে। কিন্তু অফস্টাম্পের বাইরে গ্লেন ম্যাকগ্রাকে খোঁচা দিলে শুধরে নেওয়ার উপায় নেই।'


গাঙ্গুলি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। ব্যাট-প্যাড তুলে রাখার পর থেকে ক্রিকেট প্রশাসনের সঙ্গেও অনেক দিন ধরে যুক্ত তিনি। দুই ভূমিকাতেই দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।


স্পোর্টস স্টার ভারতীয় ক্রিকেট দলকে পুরস্কৃত করেছে ২০১৯ সালের সেরা দল হিসেবে। সোমবার এই পুরস্কার গ্রহণ করেছেন গাঙ্গুলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যস্ততার কারণে বিরাট কোহলি-রোহিত শর্মারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। 



পুরস্কার হাতে নিয়ে গাঙ্গুলি বলেছেন, 'ভারতীয় দলকে এ পুরস্কার দেয়ার জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত, ২০১৯ সালে অন্য তিন দলও ভালো খেলেছে। নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা। এটা খুব গুরুত্বপূর্ণ বছর। পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ রয়েছে। আশা করছি, ভালো খেলবে ভারত।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball