promotional_ad

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন মাশরাফি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


১২ই জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক বোর্ড সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। তিন ফরম্যাটে বাড়ানো হলেও টেস্টকে বেশি প্রাধান্য দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।


সাদা পোশাকে আগের তুলনায় ৫০ শতাংশ বেশি পাবেন মুমিনুল হক- মাহমুদউল্লাহ রিয়াদরা। গত ১২ জানুয়ারি সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 



promotional_ad

এই ব্যাপারে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, 'যারা টেস্ট ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয় তাদের বেতন বেশি করা উচিত। তাহলে আমাদের টেস্ট ক্রিকেটের চিত্রটি পরিবর্তন হতে পারে এবং আমি মনে করি এক্ষেত্রে বিসিবি অনেক সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে, কারণ অনেকেই এখন টেস্ট খেলতে চায় না।


এখন বেতনের মধ্যে থাকলে সেই স্পিরিটটা আসবে যে আমি যদি টেস্ট খেলি তাহলে বোর্ড থেকে আরো বেতন পাব। আমি মনে করি এই সিদ্ধান্তটি বোর্ডের অনেক ভালো যে এভাবে ভাগাভাগি হচ্ছে, স্প্লিট করা হচ্ছে। যারা তিন ফরম্যাটের জন্য অ্যাভেইলেবেল থাকবে তাদের জন্য অবশ্যই যারা এক ফরম্যাট বা দুই ফরম্যাট খেলে তাদের বেতন বেশি হওয়া উচিত।'


এর আগে গত রবিবার পাপন ঘোষণা দেন, 'আমরা ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছি। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে শুধু টেস্টে। আমাদের নতুন প্রস্তাবে টি-টোয়েন্টিতে ২ লক্ষ টাকা, ওয়ানডেতে ৩ লক্ষ টাকা এবং টেস্টে ৬ লক্ষ টাকা ম্যাচ ফি করেছি। টেস্টে আমরা ৫০ শতাংশ বাড়িয়েছি।'



২০১৭ সালে সর্বশেষ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছিল বিসিবি। সেবার টেস্টের ম্যাচ ফি ২ লক্ষ টাকা থেকে হয়েছে সাড়ে ৩ লক্ষ। ওয়ানডের ম্যাচ ফি ১ লক্ষ থেকে বেড়ে ২ লক্ষ টাকা। 


টি-টোয়েন্টির ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ২৫ হাজার টাকা করে বোর্ড। তারও আগে ২০১৩ সালে ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি করে বোর্ড। বিগত ৭ বছরে এই নিয়ে তিনবার বাড়ানো হল ক্রিকেটারদের ম্যাচ ফি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball