ওপেনার কাকে নেব, প্রশ্ন পাপনের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিয়মিত ওপেনার তামিম ইকবাল ক্রিকেট থেকে কিছুদিনের জন্য দূরে থাকায় কয়েকমাস আগেও ওপেনার সংকটে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশীয় ওপেনারদের পারফরম্যান্সের কারণে বিসিবির চিন্তা অনেকাংশেই দূরে হয়ে গেল।
এখন স্কোয়াড তৈরি করতে গেলে ওপেনার হিসেবে কাকে নামাবেন এই মধুর সমস্যায় পড়তে হবে বিসিবিকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ার সামনে এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি যদি একটা স্কোয়াড করতে যাই এখন ওপেনারই ঠিক করতে পারছি না। আপনি ওপেন করাবেন কাকে দিয়ে? আমাদের তামিম ছিল খেলেনি শেষ সিরিজটা, তখন আমরা চিন্তা করছি কাকে খেলাবো ওপেনার হিসেবে। এখন আমরা কাকে খেলাবো চিন্তা করছি না, সে জায়গায় আমরা নাইমকে খেলিয়েছি টি-টোয়েন্টিতে।
তখন নাইম ওপেন করেছিল এখন তামিম খেলছে, বেশ ভালো। সে পুরো ছন্দে আছে, আত্মবিশ্বাসে আছে। নাইম দুর্দান্ত খেলছে আর এর বাইরে ইমরুল কায়েস কিন্তু অসাধারণ ইনিংস খেলে যাচ্ছে টানা। শান্ত সেঞ্চুরি করছে ওপেন করছে, আফিফ দুর্দান্ত। আমি খেলাবো কাকে? আর এটা আমাদের প্রয়োজন ছিল, এটাই আমরা চেয়েছি।'
চলতি বিপিএলে ১২ ম্যাচে ৪২২ রান করেছেন ওপেনার লিটন দাস। আরেক ওপেনার ইমরুল কায়েস ১১ ম্যাচে করেছেন ৪০৫ রান। দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা তামিম ইকবালও এই বিপিএল ছন্দ খুঁজে পেয়েছেন।
তিনি ১১ ইনিংসে করেছেন ৩৯৩ রান। তরুণ ওপেনার নাঈম শেখ ১২ ম্যাচে করেছেন ৩৫৯ রান। সৌম্য সরকার ১২ ম্যাচে করেছেন ৩৩১ রান। প্রতিষ্ঠিত ওপেনার না হয়েও ওপেনিং করতে নেমে ১২ ম্যাচে ৩৪৭ রান করেছেন আফিফ হোসেন। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ আসরের শুরুতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও এখন পর্যন্ত ১২ ম্যাচে করেছেন ২৮০ রান।