promotional_ad

মুশফিক ভাই সচরাচর এমনই খেলেঃ বিপ্লব

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ বলে ৯৮* রানের অনবদ্য একটি ইনিংস খেলে দল জিতিয়েছেন মুশফিকুর রহিম। তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব।


এ দিন আগে ব্যাটিং করতে নেমে দ্রুত দুই উইকেট পড়ার পর আস্থার সঙ্গে খেলছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুজনে মিলে গড়েছেন ১৬৮ রানের জুটি। এটাই এবারের বিপিএলে সর্বোচ্চ রানের জুটি।


৪৫ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭৪ রান করে হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠের বাইরে যান মিরাজ। রান নেয়ার সময় পায়ে টান পড়ে তাঁর। শেষ পর্যন্ত উইকেটে ছিলেন মুশফিক। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও তিনটি ছক্কা।



promotional_ad

চলতি বিপিএলে এটা তাঁর দ্বিতীয় নব্বই ঊর্ধ্ব ইনিংস। তবে আগের ইনিংসের মতো এই ইনিংসেও সেঞ্চুরি মিস করতে হলো তাঁকে। মুশফিকের এই ইনিংসে খুলনা করে ২১৮ রান, ম্যাচ জেতে ৯২ রানে।


ম্যাচ শেষে বিপ্লব বলেন, 'মুশফিক ভাই তো সচরাচর এমন ইনিংস খেলেই থাকে। দল যখন চাপে থাকে তখন স্বাভাবিকভাবে উনি খেলেই যায়। মিরাজ একটা দারুণ জুটি দিয়েছে। ভালো জুটি দলের আত্মবিশ্বাস বাড়ায়। সামনে আরও বেশি ভালো করার জন্য।'


খুলনার হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে সুযোগ পেয়েছেন বিপ্লব। দলের কম্বিনেশনের কারণে একাদশের বাইরে থাকছেন তিনি। সুযোগ পেতে মরিয়া এই লেগ স্পিন অলরাউন্ডার।


তিনি আরও বলেন, 'প্রত্যেকটা তরুণ ক্রিকেটারের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ এরকম বড় জায়গায় সবার খেলার সুযোগ হয় না সাধারণত। তো এই রকম বড় জায়গায় যদি তাদের সুযোগ দেয়া হয়, তাহলে অভিজ্ঞতা আসলে ভালো হয়। 



সামনে বড় জায়গায় গিয়ে সুবিধা হয় আরকি। বড় বড় ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছি, তাদের কাছ থেকে শিখছি। আলহামদুলিল্লাহ। এ দিক থেকে অভিজ্ঞতা ভালো।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball