promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ ভালো দলঃ গেইল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশকে ভালো দল বলে মনে করেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই ক্রিকেটারের চাওয়া আরও বেশি ধারাবাহিক হয়ে উঠুক বাংলাদেশ।


বৃহস্পতিবার মিরপুরে গেইল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আমাদের চেয়ে ভালো দল। বাংলাদেশ দল ওঠা-নামার মধ্যে ছিল। আমরাও এমন সময় পার করেছি। ম্যাচ জয়ের দিক দিয়ে বাংলাদেশের আরও ধারাবাহিক হওয়া উচিত। দলটিকে আরও শক্ত করা উচিত।’

পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে বাংলাদেশের বিশ্বকাপ জয়ও সম্ভব, এমনটা মনে করছেন গেইল। ৪০ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার মনে করেন, সুনির্দিষ্ট পরিকল্পনায় এগিয়ে যেতে ইংল্যান্ডের পন্থা অবলম্বন করতে পারে বাংলাদেশ।

২০১৯ সালের ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ের আগের চার বছর নিজেদের ক্রিকেট নতুনভাবে সাজায় ইংল্যান্ড। তিন ফরম্যাটে আলাদা দল গঠনের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের বিশ্বমানের করে গড়ে তুলতে আরও কিছু পদক্ষেপ নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এগুলো মনে ধরেছে গেইলের।

তিনি আরও বলেন, ‘এখনকার ক্রিকেটারদের নিয়ে কাজ করার পাশাপাশি ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়েও বাংলাদেশের কাজ করা উচিত। তাহলেই কেবল আপনি ভালো একটি দল গড়তে পারবেন।’

‘ইংল্যান্ডের চার বছরের পরিকল্পনা ছিল এবং তারা বিশ্বকাপ জিতে নিয়েছে। এসবের উপরে জোর দিতে হবে। ক্রিকেটারদের বিভিন্ন গ্রুপ তৈরি করতে হবে, একদম পরিবারের মতো। তারপর তাদের নিয়ে কাজ করতে হবে।’  



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball