promotional_ad

মাঠে নামলেই এলিট ক্লাবে নাম উঠবে অ্যান্ডারসনের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে সফরকারী ইংল্যান্ড। কাফ মাসলের ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারো টেস্টে ফিরছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। 


সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামলেই নতুন একটি মাইলফলকে পা রাখবেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি পেসার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম এবং দেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ টেস্ট খেলার গৌরব অর্জন করবেন অ্যান্ডারসন। 



promotional_ad

এর আগে এই মাইলফলকে পা রাখার নজীর রাখেন শচীন টেন্ডুলকার (২০০), রিকি পন্টিং (১৬৮), স্টিভ ওয়াহ (১৬৮), জ্যাক ক্যালিস (১৬৬), শিভনারায়ন চন্দরপল (১৬৪), রাহুল দ্রাবিড় (১৬৪), অ্যালিস্টার কুক (১৬১) এবং অ্যালান বোর্ডার (১৫৬)। 


গত অ্যাশেজ সিরিজে চোটের কবলে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক অ্যান্ডারসন। আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরে বেশ আনন্দিত মাইলফলকের দ্বারপ্রান্তে থাকা এই তারকা। 


তিনি বলেন, 'আমার মনে হচ্ছে যেন আমি অনেক দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলি না। তাই কিছু ওভার বোলিং করার সুযোগ পাওয়া আনন্দের। আমি বেশ খুশি আবারো ফিরতে পেরে।'  



২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। নিজের অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়ে সামর্থ্যের জানান দেন তিনি। এরপর একে একে ১৪৯টি টেস্টে ৫৭৫ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসে পেস বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।  


ইংল্যান্ড টেস্ট স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, ম্যাট পারকিনসন, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড, ডমিনিক বেস ও ক্রেইগ ওভারটন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball