promotional_ad

মুশফিকের অধিনায়কত্বে পূর্ণ আস্থা তালহার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলমান বঙ্গবন্ধু বিপিএলে ৫ ম্যাচে ৫১.৩৩ গড়ে ১৫৪ রান করেছেন মুশফিকুর রহিম। রাজশাহী রয়্যালসের বিপক্ষে তাঁর ব্যাটিং নৈপুণ্যেই ৫ উইকেটের সহজ জয় পায় খুলনা টাইগার্স।


সেই ম্যাচে (৯ নম্বর ম্যাচ) ৪ ছক্কা এবং ৯ চারের সাহায্যে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন টাইগার্স অধিনায়ক মুশফিক। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সামর্থ্য নিয়ে তাই কোনো সন্দেহ নেই দলটির বোলিং কোচ তালহা জুবায়েরের। 



promotional_ad

মুশফিকের প্রতি পূর্ণ আস্থা রেখে সাবেক এই পেসার বলেন, 'মুশফিক অনেক অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী। অনেকদিন ধরে মুশফিক খেলছে এবং আমি মনে করি বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। খুলনা দল তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারের মিশেলে গড়া।' 


খুলনা টাইগার্সের হয়ে টুর্নামেন্টে খেলছেন নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, আলিস আল ইসলামদের মতো তরুণরা। অধিনায়ক হিসেবে তরুণদের সঠিক দিক নির্দেশনা দেয়ার কাজটি করতে হচ্ছে মুশফিককেই।


একই সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কাজটিও করছেন তিনি। তালহার বিশ্বাস এসকল দায়িত্ব সঠিকভাবেই পালন করছেন মুশফিক। টাইগার্সদের বোলিং কোচের ভাষ্যমতে, 'মুশফিক সব সময় দায়িত্ব নিতে পছন্দ করে। এই দলে সে আরও বেশি দায়িত্ব নিচ্ছে কারণ সে জানে এখানে তাঁর ওপর নির্ভর করে অনেক কিছু। মুশি ধরণের চ্যালেঞ্জ নিয়ে খেলতে পছন্দ করে।'



খুলনা টাইগার্স দলঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহীদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভীর ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান ও রামানউল্লাহ গুরবাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball