বাংলাদেশ রাজি না হলে আইসিসির হস্তক্ষেপ দাবি আজহারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে অপারগতা জানানোয় বাংলাদেশের উপর নাখোশ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক আজহার আলী এক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপ কামনা করছেন।
দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এই দাবি মানার পক্ষে নয় পিসিবি। দলটির অধিনায়ক আজহার আইসিসির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, 'এশিয়ার দলগুলো যদি একে অপরের সহায়তায় এগিয়ে না আসে, তাহলে এর শেষ ফল কি দাঁড়াবে? এমনিতেই আমরা টেস্ট খেলি কম। আমি নিশ্চিত বাংলাদেশও খুব বেশি টেস্ট খেলে না। আমাদের তাই একে অপরকে সহযোগিতা করা উচিত। আমি আইসিসির প্রতি অনুরোধ করব, কেউ যেন অজুহাত না দেখায় সে উদ্যোগ যেন নেয়া হয়।'
এর আগে পিসিবি চেয়ারম্যান এহসান মানিও বিসিবির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। সম্প্রতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা। মানির মতে নিরাপত্তা শঙ্কা থাকলে এই সিরিজ আয়োজন করা সম্ভব হতো না কখনো।
মানি বলেন, 'শ্রীলঙ্কা যদি আসতে পারে, তার মানে পাকিস্তান নিরাপদ। কারণ, তাদের আনা খুবই বড় ঝুঁকি ছিল। একদম ক্ষুদ্র কিছু হলেও সবাই বলত, পাকিস্তানে যাওয়া নিরাপদ না। কিন্তু তারা এ দেশের মানুষের ওপর বিশ্বাস রেখেছে এবং যারা এর আগে আসেনি তারাও বলছেন যে আগে না এসে ভুল করেছেন। কারণ, তাদের যা বলা হয়েছে আর এসে যা দেখছেন, তার মধ্যে অনেক পার্থক্য।'
২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার কবলে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই হামলায় আহত হন বেশ কিছু লঙ্কান ক্রিকেটার। এরপর টানা দশ বছর পাকিস্তান সফরে রাজি হয়নি টেস্ট খেলুড়ে দেশগুলো।