নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছেন তরুণ পেসাররা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্লাটুনের হাসান মাহমুদ, রংপুর রেঞ্জার্সের মুকিদুল ইসলাম মুগ্ধ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদী হাসান রানা- তিনজন পেসারই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার স্পৃহা নিয়ে খেলছেন এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
রবিবার (২২ ডিসেম্বর) হাসান মাহমুদ বলেন, 'নিজেদের মধ্যে এটা অবশ্যই চ্যালেঞ্জ যে কয়জন দলের মধ্যে থাকতে পারবে। আমাদের স্কোয়াডের অনেকেই খেলছে নতুন। আমরা যারা এইচপিতে আছি, ওদের মধ্যে অনেকেই এখানে খেলছে।

আমাদের মধ্যে চ্যালেঞ্জ কাজ করছে। সামনে কে কার আগে যেতে পারে। তরুণ যারা আছে ভালো বোলিং করার সামর্থ্য তাদের সবারই আছে। সবাই যদি সেভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে তাহলে উপরের লেভেলে ভালো কিছু করতে পারে।'
এই তিনজনের মধ্যে আসরে এখন পর্যন্ত বেশি সফল চ্যালেঞ্জার্সের ২২ বছর বয়সী পেসার রানা। পাঁচ ম্যাচে এখন পর্যন্ত ১৩টি উইকেট নিয়েছেন তিনি। দলকে ব্রেক থ্রু এনে দেয়ার পাশাপাশি আসরে কিপটে বোলিংয়ের সুনাম আছে তাঁর।
রেঞ্জার্সের ১৯ বছর বয়সী পেসার মুগ্ধ এখন পর্যন্ত তিন ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন। কিপটে বোলিংয়ে সুনাম আছে তাঁরও। ২০ বছর বয়সী হাসান মাহমুদ চার ম্যাচে নেন চারটি উইকেট। গতি প্রশংসনীয় হলেও একটু বেশি খরুচে বোলার তিনি। ইকোনমি রেট নয়ের উপরে (৯.৩৫)।
পেসাররা কীভাবে আরও ভালো করতে পারবে এই ব্যাপারে মাহমুদ বলেন, 'পেস বোলারদের গতি নিয়ে নিজেদের নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। পর্যাপ্ত অনুশীলন, পর্যাপ্ত খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম খুব জরুরী আসলে।'
সব শেষে বিপিএলের উইকেট নিয়ে বলেন, 'এখানে ব্যাটসম্যানদের পক্ষে যায় উইকেটগুলো সবসময়। ব্যাটিং উইকেটে যদি পেস বোলাররা ভালো করে তাহলে ওদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। যখনই ভালো উইকেট পায় ওরা ভালো কিছু করতে পারে।'