জানতাম আইপিএলে কেউ নেবে নাঃ মুশফিক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাননি মুশফিকুর রহিম। এতে হতাশ নন মুশফিক। বরং বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারাটাই বড় ব্যাপার তাঁর কাছে। আইপিএলে যে তাঁকে কেউ দলে নেবে না, এমনটাও জানা ছিল তাঁর। যদিও পরবর্তীতে আইপিএলের কোনো একটি ফ্র্যাঞ্চাইজির অনুরোধে নাম নিবন্ধন করেছিলেন তিনি।
আজ (২১ ডিসেম্বর) সিলেট থান্ডারের বিপক্ষে ম্যাচ শেষে মুশফিক বলেন, 'আমি জানি যে, নেবেই না। এজন্য শুধু শুধু নাম দিয়ে লাভ নেই। তারপর তারা যখন অনুরোধ করেছে তখন দেখলাম কোনও একটা সুযোগ থাকতে পারে। হয় নাই। এটা আমার হাতে নাই। আমাদের হাতে হচ্ছে যত ধারাবাহিক হতে পারি আমরা বাংলাদেশের ক্রিকেটাররা।
এটা হলে হবে, না হলে নাই। এটা আমার কাছে খুব একটা ব্যাপার না। বাংলাদেশের হয়ে খেলার চাইতে গর্ব করার মতো কিছু হতে পারে না। এটা কখনোই মাথা ব্যাথা করি নাই। তবে একটা আশা ছিল। জীবন এগিয়ে যায়। এখন বিপিএলে খেলা, তো বিপিএলে আমি নজর দিতে চাই।'

আইপিএলের এবারের নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৭৫ লক্ষ রুপি। গত আসরের নিলামেও নাম দিয়েছিলেন মুশফিক। সেবার অবিক্রীত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার শুরতে তালিকায় নাম নিবন্ধন করেননি মুশফিক।
পরবর্তীতে টুর্নামেন্টের কোনো একটি ফ্র্যাঞ্চাইজির অনুরোধে প্রাথমিক তালিকার বাইরে থেকে ২৪ জন ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় যুক্ত করে আইপিএল কর্তৃপক্ষ। বাংল???দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার তাদেরই একজন।
যদিও কোন ফ্র্যাঞ্চাইজি মুশফিককে নাম দিতে বলেছেন সেটা খোলাসা করেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিষয়টি সম্পর্কে জানা নেই তাঁর। তিনি বলেন, 'আমি খুব বেশি ওরকম করে জানি না। আমি আপনাদের মাধ্যমেই জেনেছি যে কারা হয়তো আগ্রহী আমার ব্যাপারে। তো ওভাবেই জানি। এর ভিতরে বা বাইরে আর কোনোভাবে জানি না।'
ভবিষ্যতে কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁর সঙ্গে যোগাযোগ করলে নাম দেবেন কিনা সেই ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেননি মুশফিক, 'সেটা (আবার যোগাযোগ করলে) ভবিষ্যৎই বলে দেবে।'