দিনের সেরাঃ মেহেদী হাসান রানা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচে মোট ৪৬০ রান হয়েছে। আগে ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪ উইকেটে ২৩৮ রান করেছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে ২২২ রান তুলে থেমেছে কুমিল্লা।
রান বন্যার এই ম্যাচে নায়ক একজন পেসার। ২৮ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এই ম্যাচে জয় এনে দিয়েছেন মেহেদী হাসান রানা। আগের দুই ম্যাচে টানা ম্যাচ সেরা হয়েছেন তিনি।

ঢাকা প্লাটুনের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে সিলেটের বিপক্ষে তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ২৩ রানে ৪ উইকেট। এবার কুমিল্লার বিপক্ষে আবারও নিজের সক্ষমতা জানান দিলেন ২২ বছর বয়সী এই পেসার।
চট্টগ্রামের রেকর্ড সংগ্রহের জবাবে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা। ১৪ ওভারেই তাঁরা তুলে নিয়েছিল ১৫১ রান। এমন তাণ্ডবের মধ্যেও প্রথম দুই ওভারে মাত্র ১ রান দিয়ে রানা নেন ৩ উইকেট। কুমিল্লা ওয়ারিয়র্সের তিন ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার এবং সাব্বির রহমানকে ফেরান তিনি।
এরপর দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে নিজের প্রথম বলে ১ রান দিয়েছিলেন রানা। দ্বিতীয় বলে তাঁকে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে চ্যাডউইক ওয়ালটনের হাতে বল তুলে দেন ৩৮ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মালান। ম্যাচটা আক্ষরিক অর্থেই শেষ হয়ে যায় তখনই।
প্রথম ৩ ওভার তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৬ রান দিয়ে ৪ উইকেট। সেই সঙ্গে একটি মেডেন। শেষ ওভার করতে এসে আবু হায়দার রনির তোপের মুখে পড়েন রানা। সেই ওভারে তিনি খরচা করেন ২২ রান। মূলত এই ওভারই তাঁর বোলিং পরিসংখ্যানটাকে অনন্য হতে দেয়নি।