দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন নবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত টানা চার ম্যাচের চারটিতেই হেরেছে মোহাম্মদ নবির রংপুর রেঞ্জার্স। শুক্রবার (২০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হারার পর দেশি ক্রিকেটারদের পারফর্ম করার তাগিদ দিলেন নবি।
পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে রংপুর। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ এবং মোহাম্মদ শেহজাদ ছাড়া এই দলে নির্ভর করার মতো কোনও ব্যাটসম্যানই নেই। নাদিফ চৌধুরী, জহুরুল ইসলামরা কেউই নবির প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না।

ফলে রানের খাতায় বড় সংগ্রহ আনতে বরাবরই ব্যর্থ হয় নবির দল। শুক্রবারের ম্যাচে অবশ্য রান পেয়েছেন পাঁচ নম্বরে নামা ফজলে মাহমুদ রাব্বি। তাঁর ৩৩ বলে ৪২ রানের পরেও স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারেনি রংপুর (১৩৭)। যার কারণে আট উইকেট ও ৪৫ বল হাতে রেখেই রংপুরের দেয়া লক্ষ্য টপকে যায় খুলনা।
এমন হারের পর ম্যাচ শেষে নবি বলেন, 'যেরকম ব্যাটিং উইকেট ছিল, আমরা সেভাবে ব্যাটিং করতে পারিনি। এমন উইকেটে ওদের জন্য লক্ষ্য তাড়া করা সহজ। আমি মনে করি দেশি ক্রিকেটারদের জেগে উঠা উচিত এবং পারফর্ম করা উচিত।
এভাবেই দল জিততে পারে। আপনি যদি মনে করেন বিদেশিরা সবসময় পারফর্ম করবে, এটা অসম্ভব। আগামীকাল আমাদের ম্যাচ আছে। আশা করি, সেই ম্যাচে আমরা ভালো পারফর্ম করব।'
২১ ডিসেম্বর রাতের খেলায় শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মোকাবেলা করবে রংপুর রেঞ্জার্স। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম।