করাচি টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট করে প্রথম দিন ব্যাটিংয়ে নেমেছে সফরকারী দল। প্রথম ইনিংসে ৬৪ রান নিয়ে দিন শেষ করেছে দিমুথ করুনারত্নের দল।
করাচি জাতীয় স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের শুরুতেই হোঁচট খায় দলটি। দলীয় ১০ রানেই ২ হারায় স্বাগতিকরা। টপ অর্ডার দুই ব্যাটসম্যান শান মাসুদ এবং অধিনায়ক আজহার আলীকে এক ওভারেই সাজঘরে ফেরান বিশ্ব ফার্নান্ডো।
এরপর দলের হাল ধরার চেষ্টা চালিয়ে যান ওপেনার আবিদ আলী এবং মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম। কিন্তু তাঁদের এই প্রচেষ্টা সফল হতে দেননি লাহিরু কুমারা। ৩৮ রান করা আবিদ আলীকে সাজঘরে ফেরান তিনি।
৬৫ রানে তিন উইকেট হারানো পাকিস্তানকে কিছুক্ষণের জন্য পথ দেখান বাবর এবং আসাদ শফিক। ৬২ রানের জুটি গড়েন তাঁরা। বাবর আজমকে ৬০ রানে আউট করেন এই দুইজনের জুটি ভাঙেন লাসিথ এম্বুল্ডেনিয়া। এরপরই ব্যাটিং ধস নামে পাকিস্তান শিবিরে।

এম্বুল্ডেনিয়া এবং লাহিরু কুমারার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা। বাবরের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে নামা হারিস সোহেলও ফিরে যান মাত্র ৯ রানে। ৪ রান তুলতেই সাজঘরের পথ ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও।
ইয়াসির শাহ এবং মোহাম্মদ আব্বাস আউট হন রানের খাতা খোলার আগে। একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকা শফিকও ফেরেন ৬৩ রানের ইনিংস খেলে। শেষ পর্যন্ত ৫৯.৩ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারায় পাকিস্তান।
শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করে ৪টি করে উইকেট ঝুলিতে পুরেন এম্বুল্ডেনিয়া এবং কুমারা। ২টি উইকেট পান বিশ্ব ফার্নান্ডো।
দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ২৮ রানেই প্রথম উইকেট হারায় তারা। ০ রানে আউট হন ওশাদা ফার্নান্ডো। এরপর অধিনায়ক করুনারত্নে এবং কুশল মেন্ডিসও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৫ রানে নিয়ে সাজঘরে ফেরেন করুনারত্নে এবং ১৩ রান করেন মেন্ডিস।
অ্যাঞ্জেলো ম্যাথুস এবং এম্বুল্ডেনিয়া অপরাজিত থেকে দিন শেষ করেন। ৮ রানে ম্যাথুস এবং ৩ রানের এম্বুল্ডেনিয়া অপরাজিত আছেন। প্রথম দিন শেষে ৩ উইকেটে ৬৪ রান করে শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন মোহাম্মদ আব্বাস। একটি উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৫৯.৩ ওভারে ১৯১/১০ (শফিক ৬৩, বাবর ৬০; কুমারা ৪/৪৯, এম্বুল্ডেনিয়া ৪/৭১)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসঃ ১৯ ওভারে ৬৩/৩ (করুনারত্নে ২৫, কুশল মেন্ডিস ১৩; আব্বাস ২/২১, আফ্রিদি ১/১৮)।