promotional_ad

পার্থে অস্ট্রেলিয়ার রাজত্ব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে রাজত্ব করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে কেন উইলিয়ামসনের দলের চেয়ে ৪১৭ রানে এগিয়ে আছে তারা। চতুর্থ দিন ৬ উইকেটে ১৬৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে পেইনবাহিনী। কিউইদের সামনে বিশাল লক্ষ্য দাঁড়া করানোর পূর্বাভাস দিচ্ছে স্বাগতিকরা।  


এর আগে তৃতীয় দিন ৫ উইকেটে ১০৯ রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করে সফরকারী নিউজিল্যান্ড। কিন্তু এরপর আর বেশিদূর যেতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার বোলিং তোপে উইলিয়ামসনরা অলআউট হয় মাত্র ১৬৬ রানে।


৫২ রান খরচায় ৫ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইন আপ ধ্বস নামান তারকা পেসার মিচেল স্টার্ক। এছাড়া ৪৮ রানে ২ উইকেট নেন স্পিনার নাথান লায়ন। একটি করে উইকেট পান জস হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মার্নাস ল্যাবুশেন। 


স্টার্ক, লায়নদের দুর্দান্ত বোলিংয়ের সামনে একমাত্র ব্যতিক্রম ছিলেন নিউজিল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান রস টেলর। ১৩৪ বলে ৮০ রানের দারুণ একটি ইনিংস উপহার দেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। বাকিদের মধ্যে আর কেউ সেভাবে উল্লেখযোগ্য রান করেননি। 



promotional_ad

নিউজিল্যান্ডের চেয়ে ২৫০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর বেশি সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। জো বার্নস এবং মার্নাস ল্যাবুশেন হাফ সেঞ্চুরি তুলে নিলেও বাকি ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হন।


৫৩ রান করে টিম সাউদির বলে হেনরি নিকোলসে হাতে ক্যাচ দিয়ে ফেরেন বার্নস। আর ল্যাবুশানকে ৫০ রানে ফিরিয়েছেন আরেক কিউই পেসার নিল ওয়েগনার। এছাড়া ডেভিড ওয়ার্নার ১৯ ও স্টিভ স্মিথ ১৬ রান করে আউট হন।


কিউই বোলারদের অসাধারণ বোলিংয়ে ১৬০ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম পেইনের দল। এরপর ম্যাথু ওয়েড এবং প্যাট কামিন্সের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। ১৯ ওভার বোলিং করে ৬৩ রানে ৪ উইকেট শিকার করেন কিউই পেসার টিম সাউদি। আর ৪০ রানে ২ উইকেট নেন নিল ওয়েগনার।  


এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে মার্নাস ল্যাবুশানের এবং ট্রাভিস হেডের হাফ সেঞ্চুরিতে ৪১৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ল্যাবুশেন ২৪০ বলে ১৪৩ রানের ধৈর্যশীল একটি ইনিংস উপহার দেন।


৯৭ বলে ৫৬ রান আসে হেডের ব্যাট থেকে। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৪৩ রান। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৪টি করে উইকেট শিকার করেন টিম সাউদি এবং নিল ওয়েগনার। একটি করে উইকেট পান কলিন ডি গ্র্যান্ডহোম ও জিত রাভাল। 



সংক্ষিপ্ত স্কোরঃ (তৃতীয় দিন শেষে) 


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৪১৬/১০ (১৪৬.২ ওভার) (ল্যাবুশেন ১৪৩, হেড ৫৬; সাউদি ৪/৯৩, ওয়েগনার ৪/৯২) 


নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ১৬৬/১০ (৫৫.২ ওভার) (টেলর ৮০, উইলিয়ামসন ৩৪; স্টার্ক ৫/৫২, লায়ন ২/৪৮) 


অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ১৬৭/৬ (৫৭ ওভার) (বার্নস ৫৩, ল্যাবুশেন ৫০; সাউদি ৪/৬৩, ওয়েগনার ২/৪০) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball