রাওয়ালপিন্ডিতে বৃষ্টির দাপট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টির দাপট চলছে। ঝড়ো বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাত্র ১৮.২ ওভার খেলা হয়েছে। লঙ্কানরা এদিন ১ উইকেট হারিয়ে আরও ৬১ রান যোগ করেছে। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৬৩ রান।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে খেলা হয়েছে মাত্র ৮২ মিনিট। টানা খেলতে পারেনি দুই দল। বৃষ্টির ফাঁকে দুই ভাগে দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন লঙ্কান ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলার উইকেট তুলে নিতে পেরেছেন কেবল শাহিন শাহ আফ্রিদি।

নতুন বলে ডিকওয়েলা গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩৩ রান করে। বাকি সময়টা দেখে শুনে খেলেছেন ধনঞ্জয়া ডি সিলভা এবং দিলরুয়ান পেরেরা। ধনঞ্জয়া ১১টি চারে ৭২ রানে পরাজিত আছেন।
২ রান নিয়ে অপরাজিত আছেন আরেক ব্যাটসম্যান পেরেরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনও বৃষ্টির সম্ভাবনা আছে রাওয়ালপিন্ডিতে। বৃষ্টির কারণে প্রথম দিন ২২.৫ ওভার খেলা কম হয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮৬.৩ ওভারে ২৬৩/৬ (আগের দিন ২০২/৫)(করুনারত্নে ৫৯, ফার্নান্দো ৪০, ম্যাথিউস ৩১,ধনঞ্জয়া ৭২*, ডিকওয়েলা ৩৩, পেরেরা ২*; শাহিন ২/৪৭, নাসিম ২/৭৫)