বিপিএলে লক্ষ্য ঠিক করার কিছু নেইঃ মাশরাফি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের পর আর কোনো ম্যাচ খেলেননি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাঠে ফিরেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) ম্যাচ দিয়ে। রাজশাহী রয়্যালসের বিপক্ষে অবশ্য জয় পাননি ঢাকা প্লাটুনের অধিনায়ক। ম্যাচ শেষে জানিয়েছেন, ব্যক্তিগত লক্ষ্যের জন্যে বিপিএল খেলছেন না তিনি।
মাঝে ১৫৯ দিন কোনো ম্যাচ খেলেননি মাশরাফি। বিশ্বকাপে আশানরুপ পারফর্ম না করা, তাঁর বয়স বা রাজনীতিতে যোগদান- সবকিছু মিলিয়ে জাতীয় দল থেকে মাশরাফির অবসর ইস্যুতেও কম আলোচনা হয়নি।

ধারণা করা হচ্ছিলো এই বিপিএলে ভালো পারফর্ম করে আবারো সমালোচকদের দাঁতভাঙা জবাব দিবেন মাশরাফি। কিন্তু এই ব্যাপারে তেমন ভ্রূক্ষেপ নেই প্লাটুন অধিনায়কের।
মাশরাফি বলেন, 'আমার কাছে মনে হয় না বিপিএলে এমন কিছু লক্ষ্য স্থাপন করার আছে। আর অবশ্যই দলের জন্য সর্বোচ্চ যেটা করা যায় করার চেষ্টা করব। আর মূল জিনিস হচ্ছে দল। যেহেতু ফ্র্যাঞ্চাইজির দল, তারা অনেক টাকা খরচ করে এটা, তাই সেই দিকে চিন্তা করে খেলা উচিত।
আর অবশ্যই প্লেয়াররা যখন যায় তখন চায় সেরা পারফর্ম করতে। আর আমার ক্ষেত্রে আসলে অনেক দিন পরে নেমেছি তাই একটু দ্বিধাদ্বন্দ্ব যে নেই তা না। প্লেয়াররা অনেকদিন বাইরে থাকলে সমস্যাগুলো হয়। হয়তো ৩-৪ ম্যাচ গেলে এটা ঠিক হয়ে যাবে।'
বিপিএলে এখন পর্যন্ত ৭৬টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। ডানহাতি এই পেসার উইকেট নিয়েছেন ৭৩টি