promotional_ad

নিজেকে দোষারোপ করছেন মোসাদ্দেক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তবে এই জুটিতে মোসাদ্দক করেন ৩৫ বলে ২৯ রান। নিজের ধীরগতির ব্যাটিংয়ের কারণেই দলীয় সংগ্রহে ১০-১৫ রানের ঘাটতি ছিল বলে মনে করেন মোসাদ্দেক।


ম্যাচ শেষে বলেন, 'আসলে ওইসময় অনুমান করা খুব কঠিন। আমার মনে হয়েছে একটা জুটি গড়া উচিত ১৫-১৬ ওভার পর্যন্ত। ওই জায়গায় ৩৫ বলে ৪০-৪৫ রান করা দরকার ছিল। আমার কাছে মনে হয়েছে ১০-১৫ রান ওই জায়গায় আমাদের ঘাটতি ছিল।'



promotional_ad

ম্যাচটিতে মিঠুনের ৪৮ বলে ৮৪* রানের সুবাদে ২০ ওভারে চার উইকেটে ১৬২ রান করে সিলেট। ইমরুল কায়েস এবং চ্যাডউইক ওয়ালটনের ঝড়ো ব্যাটিংয়ে এই রান এক ওভার হাতে রেখেই টপকে যায় চ্যালেঞ্জার্স। টসের সময় মোসাদ্দেক বলেছিলেন মিরপুরের উইকেটে ১৭০ রান তুলতে চাইবে তাঁর দল।


ম্যাচ শেষে আবারো বলেছেন, 'প্রথমে পাওয়ার প্লেতে আমরা ভালো অবস্থায় ছিলাম। এরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় একটু ঝামেলায় ছিলাম। এরপর মিঠুন ভাই যেভাবে খেলেছে, আমার কাছে মনে হয় একটি ভালো জুটির দরকার ছিল। 


মিঠুন ভাইয়ের ইনিংসের পর রান ১৭০-৭৫ হওয়ার কথা ছিল। ওখানে আমার মনে হয়েছে ১০-১৫ রান বেশি হলে ম্যাচটি অন্যরকম হতে পারত।'



উইকেট নিয়ে অবশ্য কোনও অজুহাত নেই থান্ডার অধিনায়কের। নিজেদের ব্যর্থতার কারণেই আশা অনুযায়ী রান তুলতে পারেননি তারা।


মোসাদ্দেক আরও বলেন, 'আসলে সবাই জানে মিরপুরে যারা প্রথমে বোলিং করে ৪-৫ ওভার সুবিধা পায়। সবমিলিয়ে উইকেট খুব ভালো ছিল। ১৬০-৬৫ রান আমরা করেছি এবং সেটা অতিক্রমও হয়েছে। আমি মনে করি উইকেট নিয়ে কোনো মন্তব্য নয়, উইকেট ভালো ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball