promotional_ad

মিঠুনের ক্যারিয়ার সেরা ইনিংসে সিলেটের বড় সংগ্রহ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ মিঠুনের ক্যারিয়ার সেরা ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চার উইকেটে ১৬২ রানের বড় সংগ্রহ করেছে সিলেট থান্ডার।


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চ্যালেঞ্জার্স ভারপ্রাপ্ত অধিনায়ক রায়াদ এমরিট।


ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ওপেনার রনি তালুকদারকে (৫) শুরুতেই ফিরিয়েছেন চট্টগ্রামের পেসার রুবেল হোসেন। রুবেলের বলে উইকেটরক্ষক নুরুল হাসানকে ক্যাচ দিয়ে ফিরে যান রনি।



promotional_ad

এরপর আগ্রাসী ক্রিকেট খেলেন আরেক ওপেনার জনসন চার্লস। সিলেটের এই ক্যারিবিয়ান রিক্রুটকে বেশি ভয়ঙ্কর হওয়ার আগেই ফেরান নাসুম আহমেদ। ফেরার আগে চার্লস করেন ২৩ বলে সাতটি চারে ৩৫ রান। এরপর জীবন মেন্ডিস (৪) অবশ্য বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি।


এ দিন এক অন্য মিঠুনকে দেখেছে বাংলাদেশের সমর্থকরা। মারকুটে ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। হাফ সেঞ্চুরি হাঁকানোর পথে মিঠুন পাঁচটি ছক্কা হাঁকান। এর মধ্যে নাসুম আহমেদের এক ওভারে তিনটি ছয় হাঁকান তিনি। 


মিঠুনকে দায়িত্বশীল সঙ্গ দিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। রুবেলের শেষ ওভারে ব্যক্তিগত ২৯ রানে ফিরে যান তিনি। যাওয়ার আগে মিঠুনের সঙ্গে গড়েন ৯৬ রানের জুটি।


চারটি চার ও পাঁচটি ছক্কায় মিঠুন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৪ রান করে। বিপিএলে এটাই তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। চট্টগ্রামের হয়ে রুবেল ২৭ রান খরচায় দুই উইকেট নেন।



সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ১৬২/৪ (২০ ওভার)
(মিঠুন ৮৪*, চার্লস ৩৫, মোসাদ্দেক ২৯; রুবেল ২/২৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball