তিন ফরম্যাটে খেলা ইব্রাহিম যুব বিশ্বকাপ দলে

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটার ফারহান জাখিলকে অধিনায়ক করা হয়েছে।
১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯২৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪৩ রান করেছেন তিনি। স্কোয়াডে সবচেয়ে বড় চমক আফগানিস্তানের জাতীয় দলের ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান।
ইতোমধ্যে আফগানিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলে ফেলেছেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান ইব্রাহিম ২টি টেস্ট এবং একটি ওয়ানডে খেলেছেন। এ ছাড়া ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ইব্রাহিম।

বাংলাদেশের বিপক্ষে চলতি বছরই টেস্ট অভিষেক হয়েছে ইব্রাহিমের। ওই ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। যুব বিশ্বকাপের গত আসরেও আফগানিস্তানের হয়ে খেলেছেন ইব্রাহিম।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া বাকি ক্রিকেটাররা নিয়মিত পারফর্মার। যুব বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে খেলবে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ১৭ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে আফগানরা।
২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে আফগানিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি কানাডার মুখোমুখি হবে আফগান যুবারা।
আফগানিস্তান স্কোয়াডঃ
ফারহান জাখিল (অধিনায়ক), সাদিক আতাল, রহমতউল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান, ইশাক মোহাম্মদী, নূর আহমদ, শফিকুল্লাহ ঘাফারি, জমশিদ মীর আলীখিল, আব্দুল রহমান, আবিদ তানিওয়াল, ফজল হোক, ইমরান মীর, জোহাইব জামানখিল, আসিফ মুসাযাই এবং আবিদ মোহাম্মদী।