নতুন মাইলফলকের সামনে চাহাল

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যশপ্রীত বুমরাহকে টপকে গিয়েছেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবিবার (৮ ডিসেম্বর) ক্যারিবীয়দের মুখোমুখি হবে ভারত।
এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে ছাপিয়ে নতুন রেকর্ডের মালিক হওয়ার সুযোগ রয়েছে চাহালের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে অশ্বিন এবং চাহাল উইকেট সংখ্যা এখন ৫২টি।

দুজনই এখন যৌথ ভাবে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি। আর মাত্র একটি উইকেট নিলে অশ্বিনকে টপকে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় একক ভাবে শীর্ষে উঠবেন চাহাল।
কদিন আগেই ভারতের বোলারদের মধ্যে দ্রুততম পঞ্চাশ উইকেটের মালিক হয়েছেন চাহাল। ৩৪টি ম্যাচ খেলে ভারতের এই লেগ স্পিনারের সংগ্রহে রয়েছে ৫২টি উইকেট। টি-টোয়েন্টিতে দ্রুততম পঞ্চাশ উইকেট নেয়া বোলারদের মধ্যে পঞ্চম চাহাল।
শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। যা এখন পর্যন্ত দ্রুততম পঞ্চাশ উইকেটের মাইলফলক হিসেবে টিকে আছে।